
ঢাকা | নিউজ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের ওপর গোপালগঞ্জে হামলার ঘটনায় গভীর নিন্দা জানিয়ে গণঅভ্যুত্থনের সকল শক্তি ও সমর্থককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
আজ বুধবার রাত ৯টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
তিনি লিখেন—“গোপালগঞ্জে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) এর শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও গণহত্যাকারী আওয়ামী লীগের বাঁধা প্রদান, হামলা এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলা, গাড়িতে আগুন দেয়াসহ সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “এ রকম একটি পরিস্থিতিতে গণঅভ্যুত্থানের সকল শক্তি ও সমর্থককে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
সাম্প্রতিক সময়ে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি চলাকালে গোপালগঞ্জে একাধিক সহিংস ঘটনা ঘটে, যেখানে সাংবাদিক ও সাধারণ নেতাকর্মীরা হামলার শিকার হন। এই প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পাশাপাশি বিএনপির নেতার এমন অবস্থান বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।